• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

‘চিরঞ্জীব মুজিব‍’ ইতিহাসকে সমৃদ্ধ করবে: তথ্যমন্ত্রী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২১, ০৭:১২ পিএম
‘চিরঞ্জীব মুজিব‍’ ইতিহাসকে সমৃদ্ধ করবে: তথ্যমন্ত্রী
ছবি: সংবাদ প্রকাশ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চিরঞ্জীব মুজিব’-এর বিশেষ প্রদর্শনী হয়েছে রাজধানীর ফিল্ম আর্কাইভ ভবনের প্রজেকশন হলে।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ড. হাছান মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের সচিব মো. মকবুল হোসেন। 

এতে আরও উপস্থিত ছিলেন- ছবির পরিচালক নজরুল ইসলাম এবং প্রযোজক লিটন হায়দার। এছাড়া নাম-ভূমিকার অভিনেতা আহমেদ রুবেল উপস্থিত ছিলেন।  

হাছান মাহমুদ বলেন, ‍“সিনেমাটি আমার তত্ত্বাবধায়নে নির্মিত হয়েছে। এই ছবিটি নতুন প্রজন্মের কাছে দলিল হয়ে থাকবে। শুধু তাই নয়, এই ছবির মাধ্যমে '৭১ পরবর্তী প্রজন্ম বঙ্গবন্ধুকে নিবিড়ভাবে জানতে পারবে। এই চলচ্চিত্রের জন্য বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাই।”

তথ্যমন্ত্রী বলেন, “চলচ্চিত্রটি বিভিন্ন ভাষায় ডাবিং করে পাঠালে বঙ্গবন্ধুর জীবন এবং কর্ম সংগ্রাম সম্পর্কে বিশ্ববাসী জানতে পারবেন।”

অভিনেতা আহমেদ রুবেল বলেন, “এই ছবিতে আমি বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছি। এটা আমার ক্যারিয়ারের সেরা কাজ। আমি এই ছবিতে কাজ করতে গিয়ে বঙ্গবন্ধুকে কাছ থেকে জানতে পেরেছি। আমি চেষ্টা করেছি আমার সেরাটা দিয়ে অভিনয় করতে। তার মতো তো হুবহু হবে না। তবে যতটুকু পেরেছি চেষ্টা করেছি।”

ছবিটি পরিচালনার পাশাপাশি নাট্যরূপ ও সংলাপ লিখেছেন নজরুল ইসলাম। তিনি বলেন, “এই ছবির মাধ্যমে আমার স্বপ্ন পূরণ হলো। বঙ্গবন্ধুর মতো একজন মহান নেতার জীবন নিয়ে চলচ্চিত্র নির্মাণ করেছি, এটা আমার জন্য বড় পাওয়া। জানি না কতোটুকু ভালো করতে পারলাম। দেখার পর দর্শকই মূল্যায়ন করবেন। সবার সম্মিলিত প্রচেষ্টার ফসল এই সিনেমা।”

'চিরঞ্জীব মুজিব' চলচ্চিত্রে  ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্র রূপায়ণ করেছেন পূর্ণিমা এবং বঙ্গবন্ধুর বাবা ও মায়ের ভূমিকায় অভিনয় করেছেন যথাক্রমে খায়রুল আলম সবুজ ও দিলারা জামান। 

প্রয়াত এসএম মহসীন, নরেশ ভুঁইয়া, একে আজাদ পাভেল, শতাব্দী ওয়াদুদ, মানস বন্দ্যোপাধ্যায়, আরমান পারভেজ মুরাদ, কায়েস চৌধুরীসহ পাঁচ শতাধিক নবীন ও প্রবীণ অভিনেতা-অভিনেত্রী এ চলচ্চিত্রের বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন।

চিরঞ্জীব মুজিব চলচ্চিত্রের সংগীত আয়োজনে ছিলেন ইমন সাহা, ক্যামেরায় সাহেল রণি এবং শিল্প নির্দেশনা ও পোশাক পরিকল্পনায় ছিলেন প্রয়াত সেলিম আহমেদ।

এছাড়া ছবির গানে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন, কুমার বিশ্বজিৎ, কিরণ চন্দ্র রায়, কোনাল ও নোলকবাবু।চলচ্চিত্রটিতে গগন হরকরা, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম ও জসীম উদ্দীনের গান ব্যবহার করা হয়েছে।

Link copied!